রহমত নিউজ 05 September, 2025 10:59 AM
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মস্থলে বৈদ্যুতিক শকের কারণে প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদীন নামের ২৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী।
নিহত যুবক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সুজানগরের বাসিন্দা, পিতার নাম জসিম উদ্দিন।
গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু জহির হাসান গণমাধ্যমকে বলেন, “ওইসময় জয়নাল গ্যারেজে কাজ করছিলেন। অসতর্কতার কারণে বৈদ্যুতিক শকের মুখোমুখি হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
জয়নাল চার বছর আগে দুবাইয়ে পেশাগত জীবনের সুযোগের জন্য আসেন। তিনি প্রায় দেড় মাস আগে বাংলাদেশ সফর শেষ করে কাজে ফিরেছিলেন। দেশে তার স্ত্রী, ছয় বছরের মেয়ে ও তিন বছরের ছেলে রয়েছে।
নিহতের লাশ বর্তমানে দুবাইয়ের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।